Social Media Marketing (সোশ্যাল মিডিয়া মার্কেটিং)
SMM- সোশ্যাল মিডিয়া মার্কেটিং –
সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং এর উপায় যেখানে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেমন “Facebook“, “Twitter”, “Instagram” ইত্যাদী ব্যবহার করে Brand, Product বা Service প্রোমোট করা হয়। আজ সব ধরণের গ্রাহক বা ভোক্তা (Consumer) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ, স্কুলে পড়া স্টুডেন্ট থেকে Retired হওয়া বয়স্ক লোক সবাই আজকাল বিভিন্ন Social Media Sites গুলো ব্যবহার করেন অনেক বেশী। সেই জন্য বিভিন কোম্পানিরা Social Media Marketing এর দ্বারা তাদের পণ্যর (Product) ক্যাটাগরী (Category) হিসেবে অনেক সহজে লক্ষবস্ত ভোক্তা বা গ্রাহক পেয়ে যান এবং মাকের্টিং করে অনেক লাভবারন হয়ে থাকেন। তাই মার্কেটিং এর ক্ষেত্রে এই মাধ্যমটি বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in comment box