Why Digital Marketing? (ডিজিটাল মার্কের্টি কেন?)

Why_Digital_Marketing?

কোনো প্রোডাক্ট (Product) মার্কেটিং (Marketing) করার জন্য মানুষের ঘরে ঘরে বা দোকানে দোকানে যাওয়া সেই দিন আর এখন নেই। এগুলো মার্কেটিং এর পুরোনো নিয়ম যেগুলি আজ কাজে আসেনা বললেই চলে। এই প্রক্রিয়ায় অনেক সময় নষ্ট হওয়ার সাথে সাথে আমাদের অনেক টাকাও খরচ করতে হয়। 


পুরোনো মার্কেটিং এর প্রক্রিয়া ব্যবহার করে আমরা আমাদের Product বা Service অধিক লোকেদের কাছে প্রচার বা মার্কেটিং করা বর্তমান প্রেক্ষাপটে সম্ভব হয়ে উঠা অনেক কঠিন।

এখান কাজে আসে Digital marketing । ডিজিটাল মার্কেটিং এমন একটি শক্তি, যার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকেদের কাছে মার্কেটিং বা প্রচার করতে পারি। আমরা যদি কোনো পণ্য (Product), Online Service বা Offline Business এর জন্য কাস্টমার খুঁজছতে বা পৌছাতে যাই, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই অনেক অনেক কম খরচে “লক্ষ্যবস্তু কাস্টমার” (Targeted Customer) এর কাছে যাওয়া সম্ভব!

বর্তমানে ছোট বড় অনেক কোম্পানি (Company) নিজের  Business কে Online Platform  এ নিয়ে যাচ্ছেন এবং তার প্রোডাক্ট, তার “লক্ষ্যবস্তু গ্রাহকের” কাছে Digital Marketing করে Business দিনের পর দিন বাড়িয়ে নিয়ে লাভবান হচ্ছেন।

পূর্বে ব্যবসায়ীরা বা বিভিন্ন কোম্পানী কোনো বিজ্ঞাপন (Advertisement) এমন জায়গায় দেখাতো বা প্রচার করতো যেখানে লোকের ভিড় বেশি। এমন জায়গায় বিজ্ঞাপন দেখানো হতো যেখানে লোকেদের নজর বা ধ্যান বেশি পড়ার সুযোগ হতো। যেমন, রেডিও (Radio), টিভি (TV) বা রাস্তার পাশে। এমন অনেক বিজ্ঞাপনের নিয়ম তারা ব্যবহার করতেন।

কিন্তু, আজ সেই বেশি ভিড় বা লোকেদের সংখ্যা পাবেন সোশ্যাল মিডিয়া (Social media) প্লাটফর্ম এবং ইন্টারনেটে (Internet) এ।তাই বুজতেই পারছেন, এখনকার দিনে যদি কোনো Product বা Service বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ লোকেদের কাছে অনেক কম সময়ে প্রচার বা Marketing করতে হয়, তাহলে আমাদের পুরোনো Marketing এর নিয়ম ভুলে Digital Marketing এর সাথেই তাল মিলিয়ে চলতে হবে। 

আর নাহয় পিছিয়ে যেতে হবে ব্যবসায়, আর লাভের সূচকে ক্রমান্বয়ে নামতে থাকবে নীচের দিকে। একজন ব্যবসায়ী হিসাবে যা নিশ্চই আমাদের কাম্য নয়।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in comment box

Blogger দ্বারা পরিচালিত.