Video_Marketing – (ভিডিও মার্কেটিং)
Video marketing– (ভিডিও মার্কেটিং)
ইউটিউবের চ্যানেল বানিয়ে তাতে নিজের Business বা Brand এর ব্যাপারে ভিডিও বানিয়ে আজ অনেক কোম্পানি বা Business Owners রা ভিডিওর মাধ্যমে নিজের ব্যবসার প্রচার বা প্রমোশন করছেন। আপনি YouTube এ গিয়ে যেকোনো কোম্পানির বিষয়ে সার্চ কোরে দেখুন, আপনি তাদের Official product বা Service এর অনেক ভিডিও পেয়ে যাবেন। ইউটিউব, গুগল সার্চ এর পর দ্বিতীয় সবথেকে বড়ো সার্চ ইঞ্জিন, যেখানে প্রতি দিন লক্ষ লক্ষ লোকেরা ভিডিও দেখতে আসেন। তাই, যেকোনো জিনিসের বা পণ্যর প্রমোশন (Promotion) করার জন্য ভিডিও বানিয়ে YouTube এ ছাড়াটা অনেক লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে। কারন মানুষ এখন অনলাইনে কিছু কিনতে যাবার আগে সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে কোন আর্টিক্যল পড়ার চাইতে ভিডিও রিভিউ দেখতেই বেশী পছন্দ করে।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in comment box