Search Engine Marketing (সার্চ ইঞ্জিন মার্কেটিং) SEM

 SEM বা Search Engine Marketing-সার্চ ইঞ্জিন মার্কেটিং-



আপনারা হয়তো অনেক সময় লক্ষ করেছেন, আমরা যখন Google search এর মাধ্যমে কিছু সার্চ করি, তখন প্রথম ৩ থেকে ৫ টি সমাধান বা সার্চ ইঞ্জিন রেজাল্টের মধ্যে আপনি বিজ্ঞাপন দেখবেন। বিজ্ঞাপন গুলি সাধারণ ভাবেই দেয়া থাকে এবং তার আগে [Ad] বলে লেখা থাকে। বিভিন্ন কোম্পানি বা business owners রা Google Adword দ্বারা গুগল সার্চ ইঞ্জিন বা অন্য অনলাইন সার্চ ইঞ্জিন গুলিতে এভাবে বিজ্ঞাপন দেখিয়ে ব্লগ বা ওয়েবসাইটের দ্বারা নিজের product বা service এর মার্কেটিং, প্রচার বা গ্রাহক খোঁজার চেষ্টা করাকেই Search Engine Marketing বলা হয়।একই ভাবে- Yahoo, Bing, MSN, YouTube সহ বিভিন্ন জনপ্রিয় সার্চ ইণ্জিন গুলোতে এড [Ad]  প্রদর্শনের মাধ্যমে মার্কেটিং করার সুযোগ থাকে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in comment box

Blogger দ্বারা পরিচালিত.