What is Digital Marketing? (ডিজিটাল মার্কেটিং কি?)
What_is_Digital_Marketing? (ডিজিটাল মার্কেটিং কি?)
Digital মানে হলো এমন একটি টেকনোলজি যেটা বিশেষ ভাবে ইন্টার নেটওয়ার্ক এর সাথে জড়িত। যা Computer বা যে কোনো Electronic Device এর মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করে কোন কার্যসম্পাদনের টেকনোলজি কে বুঝায়।
আর Marketing মানে হলো, যেকোনো বিজনেস (Business), প্রোডাক্ট (Product), সার্ভিস বা ব্যক্তিগত উদ্দেশ্য গ্রাহকের কাছে বিভিন্ন উপায় বা মাধ্যমের ব্যবহার করে প্রচার করা।
এই দুটি শব্দের মানে বুঝতে পারলে নিশ্চই Digital Marketing এর অর্থ ব্যাপক আকারে বোঝানো প্রয়োজন হয়না।এক কথায়, Digital Marketing সেই সব ধরণের মার্কেটিং বা প্রচারের প্রচেষ্টা, যেগুলি বিশেষভাবে একটি Electronic Device এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বাস্তবায়ন করা হয়।ক্ষেত্র বিশেষে একে Online Marketing বা Internet Marketing ও বলা হয়ে থাকে।
বিশ্বে এখন নিজের উদ্দেশ্যসাধনের উপায় হিসেবে অনেক কোম্পানি বা ব্যবসা এই ডিজিটাল মার্কেটিং এর অনেক ভিন্ন ভিন্ন মার্কেটিং ক্ষেত্র ব্যবহার করছেন। যা আমি পরবর্তীতে ভিন্ন ভিন্ন পোষ্টের মাধ্যমে বহুল ব্যাবহৃত এং জনপ্রিয় কিছু মাধ্যমের বেসকি আলোচনা করার চেষ্টা করব।
দিন দিন ইন্টারনেট ব্যবহার করা লোকেদের সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে এবং আসছে সময়ে এর ব্যবহার আরো বাড়বে। দীর্ঘদিন ধরেই “ডিজিটাল মার্কেটিং” এর মাধ্যম বা উপায় গুলির ব্যবহার করে আজ, অনেক কোম্পানি নিজের ব্যবসা (business) বা পণ্য (product) অনেক কম খরচে দেশ বিদেশের যেকোনো জায়গায় যেকোনো শহরে বা গ্রামে নিজের পণ্যর প্রচার বা মার্কেটিং করছেন এবং ইন্টারনেটের মাধ্যমে লক্ষবস্ত গ্রাহক পেয়ে যাচ্ছেন।
সোজা ভাবে বললে, Digital Marketing এর বিভিন্ন মাধ্যমের ব্যবহার করে খুব অল্প সময় ও স্বল্প খরচে আপনি নিজের ব্যবসা এবংব্যবসার সাথে জড়িত কাস্টমার বা লক্ষবস্তু গ্রাহকের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন এবং কাঙ্খিত মুনাফা অর্জন করতে পারনে।