Advantages of Digital Marketing- ডিজিটাল মার্কেটিং এর লাভ কি -

 ডিজিটাল মার্কেটিং এর লাভ কি - (Advantages of digital marketing)-



👁‍🗨 ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজির দুনিয়াতে, আপনি যদি নিজের ব্যাবসা বা যেকোনো প্রোডাক্ট মার্কেটিং করার কথা ভাবছেন, তাহলে Digital Marketing এর ব্যাপারে জেনে নেয়াটা আপনার জন্য অনেক জরুরি।কারণ, পুরোনো মার্কেটিং এর তুলনায় ডিজিটাল-এ অধিক লাভ এবংবিভন্ন সুযোগ ও সুবিধা রয়েছে।


চলুন তাহলে নিচে এক এক করে আমরা ডিজিটাল মার্কেটিং এর কি লাভ বা সুবিধা সেগুলো সংক্ষেপে জেনে নেই-


👉 যেকোনো কোম্পানির পণ্য বা সার্ভিসের মার্কেটিং-এ Digital marketing এখন সেরা এবং অনেক শক্তিশালী মাধ্যম।

👉 সাধারণ বা পুরোনো মার্কেটিং এর মাধ্যম থেকে অনেক কম খরচেই এর লাভ নেয়া সম্ভব।

👉 ডিজিটাল মার্কেটিং করে আপনি নিজের লক্ষবস্ত গ্রাহক (Targeted customer) কে লক্ষ্য রেখে মার্কেটিং করতে পারবেন।

👉 এই মাধ্যমে মার্কেটিং করার জন্য আপনার কোথাও যেতে হয়না বা কোনো অতিরিক্ত কর্মচারী রাখতে হয়না। পুরোটাই কেবল একটি কম্পিউটার বা মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার করেই সম্ভব।

👉 অনেক কম সময়ে ইন্টারনেটের মাধ্যমে আপনি নিজের Brand, Business বা Product অনেক লোক বা ভোক্তার (Consumer) কাছে প্রচার বা মার্কেটিং করতে পারবেন।

👉 লক্ষবস্তু ভোক্তাকে টার্গেট করে এই মাধ্যম ব্যবহার করা হয় এবং এর দ্বারা ইন্টারনেটের অনেক Platform ব্যবহার করে মার্কেটিং করার ফলে অনেক কম সময়ে, ভালো মুনাফা অর্জন করা যায়।

👉 আপনি একটি ছোট পণ্য বিক্রি করতে চাচ্ছেন বা নিজের Business এবং Brand তৈরি করতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং দ্বারা এইটা অনেক কম সময়েই সম্ভব।

👉 ইন্টারনেটের মাধ্যমে এই মার্কেটিং হয়, সেজন্য অনেক সহজে, ধ্রুত এবং লাভজনক ভাবে আপনার বিজ্ঞাপন বা পণ্য লোকেদের মাঝে ছড়িয়ে পরে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in comment box

Blogger দ্বারা পরিচালিত.