Content Marketing

 Content_Marketing - (ব্লগপোষ্ট মার্কেটিং)


এটি হচ্ছে Blog বা Website দ্বারা মার্কেটিং- আজ আপনি সব ধরণের কোম্পানির একটি ব্লগ ও ওয়েবসাইট অবশই পাবেন। এর কারণ হলো, আজ লোকেরা কোন কিছু জানতে অনেক ধরণের ছোট বড় প্রশ্নোর উত্তর ইন্টারনেটে সার্চ করেন। 

এই ক্ষেত্রে একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে আপনি যদি নিজের কোম্পানির Business বা Product এর সাথে জড়িত প্রশ্নোত্তর বা সমাধান এর উপর আর্টিকেল লিখে তার মাধ্যমে মানুষকে জানাতে পোষ্ট করেন, তাহলে ইন্টারনেট-এ সার্স করার মা্ধ্যমে সেই সমাধান খুজতে আপনার Blog বা ওয়েবসাইটে আশা ভিজিটর বা ট্রাফিক  আপনার Brand বা Product প্রমোশন করার অনেক ভালো মাধ্যম হিসেবে প্রমানিত হতে পারে।যার মাধ্যমে আপনি উপার্জন করতেও সক্ষম হবেন।

একে Content Marketing বলে থাকে, আর সেই উপার্জন হয়ে থাকে সাধারনত সয়ংত্রিয় এবং ধারাবাহিক।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in comment box

Blogger দ্বারা পরিচালিত.