Affiliate Marketing (এ্যাফিলিয়েট মার্কেটিং)

Affiliate Marketing


এফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর এমন একটি মাধ্যম, যেখানে বিভিন্ন কোম্পানিরা কমিশন (Commission) দেয়ার মাধ্যমে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট বা ব্লগে তাদের Brand বা Product এর মার্কেটিং বা প্রমোশন করেন। আপনার যদি একটি ইউটিব চ্যানেল, ব্লগ বা ওয়েবসাইট থাকে, তাহলে আপনিও এফিলিয়েট মার্কেটিং এর মার্কেটিং ধারনা নিয়ে টাকা উপার্জন করতে সক্ষম হবেন।বিশ্বে এটা অত্যন্ত জনপ্রিয় মার্কেটিং সিষ্টেম, অনেক বড় বড় মার্কেটার এটাকে কেন্দ্র করে নিজের অবস্থান তৈরী করে রেখেছেন। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও খুব ভাল পেসিভ ইনকাম করা যায়।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in comment box

Blogger দ্বারা পরিচালিত.